জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
জগন্নাথপুরে ঢাকা আঞ্চলিক মহাসড়কে একটি সেতুর সংযোগ সড়কের মাটি ধসে গর্ত সৃষ্টি হওয়ায় বেইলি সেতু তৈরি করা হয়েছে।
ফলে ওই সেতু দিয়ে ৪ দিন পর শনিবার রাত থেকে যানচলাচল শুরু হয়েছে।
পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও নামক স্থানে বেইলি ব্রিজের উত্তর অংশের সংযোগ সড়কে মাটি ধসে পড়ায় বিচ্ছিন্ন হয়ে যায় যানবাহন চলাচল।
উল্লেখ্য, সুনামগঞ্জের পাগলা-জন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় শত’শত যানবাহন চলাচল করে আসছে। হঠাৎ করে বুধবার বিকেল থেকে ওই সড়কের বেইলি ব্রিজের সংযোগ সড়কের একাংশে মাটি ধসে গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়। বন্ধ করে দেওয়া হয় সেতু দিয়ে যানচলাচল।