বাইরে আলো ভেতরে কালো
এ যে মোনাফেকের কাজ।
মুখে শুভাশীষ অন্তরে বিষ
আমাদের মাঝে এমন মানুষেরা করছে বিরাজ।
দেখিলে তারা করে করমর্দন
সালাম দিয়ে করে নেয় বরণ
ভেতরে ভেতরে দেয় অভিশাপ।
বুকে জড়ায়ে করে কোলাকূলি
পিচে পিচে করে গীবত আর গালাগালি
মরিলে কেহ করে দুনিয়া দেখানো বিলাপ।
এমন কত মানুষের পোশাক পরে
এ সমাজে বিচরন করে
কে রাখে তারে হিসাব।
জেনে রাখো এমন করলে
পার পাবেনা নিদান কালে
রোজ হাসরে কি দেবে জবাব।
গীবত চোগলখূরী মারাত্বক গোনাহ
মোনাফেকের হবে জাহান্নামে ঠিকানা
তওবা করে হত হবে সাবধান।
অন্তর বাহির হতে হবে সাফ
তবেই আল্লাহ করিবেন মাফ
মেনে চলতে হবে কোরআন হাদিসের বিধান।
ওগো মাওলা কবুল করো মোর আরাধনা
মোনাফেকের পোশাক পরাইওনা
দ্বীনের তরে মোর ইমান রাখিও জারি।
পাক কলিমা যেনো ফুকারে জবানে
তব দিদার করাইও মোর শেষ শয়ানে
যখন যাবো এই দুনিয়া ছাড়ি॥