সুনামগঞ্জে অলোচনা সভা ও শুভাযাত্রা

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০২২ | আপডেট: ১১:৩০:পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০২২

 

সুনামগঞ্জ ব্যুরো প্রধানঃ

“৮০০ কোটির পৃথিবী; সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে, প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্য নিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও শুভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক নিরঞ্জন বন্ধু দাম, সহকারি পরিচালক ডা. ননী ভূষণ তালুকদার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. শরীফুল আবেদীন কমল, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. বিপাশা পাল, ইউএনএফপির ফিল্ড অফিসার ডা. শাহীন আখতার।

সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশ্বজিৎ চক্রবর্তীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা বিভাগের জেলা ফেসিলিটেটর শামছুল আলম,সীমান্তিকের টীম লিডার জাহাঙ্গীর হোসেন, প্যাথফাইন্ডারের আব্দুল কাইয়ুম, সেভ দ্য চিল্ড্রেনের মো. কামরুজ্জামান, জাহাঙ্গীর নগর ইউনিয়ন উপসহকারি মেডিকেল অফিসার সুবুধ চন্দ্র বেনার্জি, উন্নয়ন সংস্থা মা-মনি’র জেলা সমন্বয়কারি মতিয়ার রহমান, ছাতক সূর্য্যের হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগম, লক্ষণশ্রী ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকা আলীমুন নেছা, শিমুলবাক ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক এনামুল হক, বাংলাবাজার ইউনিয়ন সহকারি পরিবার পরিকল্পনা পরিদর্শক শামছুন নাহার প্রমুখ।

আলোচনা সভা শেষে এক বছরের কার্যক্রমের মূল্যায়নে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠকর্মী ও প্রতিষ্ঠানকে পুরষ্কার প্রদান করা হয়।

পুরষ্কার প্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ, শিমুলবাক ইউনিয়ন পরিষদ, সুনামগঞ্জ সদর মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ছাতক সূর্য্যরে হাসি ক্লিনিক, দোলারবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র। কর্মীদের মধ্যে পুরষ্কার প্রাপ্তরা হচ্ছেন, দোলারবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের উপসহকারি মেডিকেল অফিসার মো. সাজির উদ্দিন, শিমুলবাক ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক এনামুল হক, দোলারবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা সায়েরা বেগম মুক্তা, বাংলাবাজার ইউনিয়ন পরিবার পরিকল্পনা সহকারি সামছুন্নাহার নাহার।