কুলাউড়ায় লজ্জাবতী বানর উদ্ধার, বনে অবমুক্ত

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২২ | আপডেট: ৩:২৫:অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২২

 

স্টাফ রিপোর্টারঃ

কুলাউড়ায় একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ জুলাই) বিকেলে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব ঘাগটিয়া গ্রামে এই বানরটি উদ্ধার করে সন্ধ্যায় বনে অবমুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের কুলাউড়ার রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, শুক্রবার বিকেলে জয়চন্ডীর পূর্ব ঘাগটিয়া গ্রামের বাসিন্দা আলমগীর মিয়ার বাড়িতে লজ্জাবতী বানরটিকে পাওয়া যায়।
খবর পেয়ে সন্ধ্যায় বন বিভাগের লোকজন বানরটিকে উদ্ধার করে আনেন। পরে স্থানীয় হারারগজ সংরক্ষিত বনের বেকিছড়া এলাকায় বানরটিকে ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।