জগন্নাথপুরে প্রবাসী সংগঠনের উদ্যোগে বন্যা দুর্গতদের মধ্যে নগদ অর্থ বিতরণ জগন্নাথপুর প্রতিনিধি – গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ,কে এর উদ্যাগে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ,কে এর ট্রেজারার সালেহ আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাবিবুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,সংগঠনের জয়েন্ট ট্রেজারার আবুল কালাম,নর্থ ইস্ট রেজনের ট্রেজারার হাজী আতাউর রহমান, সাংবাদিক কলামিস্ট জিবলুর রহমান, সংগঠনের সিলেট চ্যাপ্টার ট্রেজারার আলী আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক কয়েছ আহমেদ সাগর. উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, মির্জা ফাহিম রাব্বীপ্রমুখ। সভা শেষে ৭২ জন হতদরিদ্র মানুষের মধ্যে তিন হাজার টাকা করে বিতরণ করা হয়। গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ,কে এর ট্রেজারার সালেহ আহমেদ জানান,এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের পক্ষ থেকে তহবিল সংগ্রহ করে সিলেট বিভাগের বন্যা কবলিত মানুষের পাশে বিতরণ করা হচ্ছে। যার ধারাবাহিকতায় জগন্নাথপুর উপজেলায় বন্যা কবলিত মানুষের মধ্যে ২ লাখ ১৬ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।