কুলাউড়ায় শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে আরডিআরএস বাংলাদেশ কর্তৃক সিসিমপুর বুক কর্ণার উদ্ধোধন
স্টাফ রিপোর্টারঃ
কুলাউড়া উপজেলার একমাত্র বাংলা ও ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্টান শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে আরডিআরএস বাংলাদেশ কর্তৃক সিসিমপুর বুক কর্ণার উদ্বোধন করা হয়।
২০ আগষ্ট শনিবার বিকেল ৩ টায় ”পড়ি বই জানতে জানতে বড় হই” এই উদ্দ্যেশ্যকে সামনে রেখে শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বুক কর্ণারের শুভ উদ্ধোধন করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক, শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এ.কে.এম. সফি আহমদ সলমান, বিশেষ অতিথি ছিলেন নিউ নেশন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক এম মছব্বির আলী, কালেরকন্ঠ প্রতিনিধি সাংবদিক মাহফুজ শাকিল, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, সমকাল প্রতিনিধি সাংবাদিক আশফাক তানভীর, উপজেলা তরুণলীগের সভাপতি রায়হান আহমদ। উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্টানের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। উপস্থিত ছিলেন উপজেলা এডুকেশন কো-অর্ডিনেটর রবিউল ইসলাম, তিনি জানান যে, ইউএসএআইডি ও সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ কুলাউড়া উপজেলায় প্রোমোটিং এডুকেশন ফর আর্লি লার্নার্স প্রজেক্টটি বাস্তবায়ন করছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রারম্ভিক গ্রেডের প্রান্তিক গোষ্ঠীর (মেয়ে, প্রতিবন্ধী সহ) শিশুদের জন্য সহায়ক পরিবেশ তৈরী করাই হলো প্রকল্পের মূল লক্ষ্য। রঙ্গিন ঝলমলে ছবিওয়ালা বইগুলোর মাধ্যমে শিশুদের আনন্দ লাভের জন্য পড়ার সুযোগ ও পড়ার অভ্যাস বৃদ্ধি করা, সৃজনশীলতার বিকাশ ঘটানো, আত্ববিশ^াসী করে গড়ে তোলার লক্ষ্যে সিসিমপুর বুক কর্ণার প্রতিষ্ঠা প্রকল্পের একটি উল্লেখযোগ্য কর্মসূচি। শিশুদের মেধার বিকাশে এই বুক কর্ণারে ৯০ ধরণের শিশুতোষমূলক বই সরবরাহ করা হচ্ছে। উপজেলার ৭০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রকল্পটির মাধ্যমে বুক কর্ণার স্থাপন করা হচ্ছে।