![জগন্নাথপুরে পুড়ানো হলো নিষিদ্ধজাল](https://www.banglakagojnews.com/wp-content/uploads/2022/08/WhatsApp-Image-2022-08-23-at-6.04.18-PM.jpeg)
জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিষিদ্ধজাল দিয়ে মাছ ধরার অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে।
আজ মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুরের এসিল্যান্ড অনুপম দাস অনুপের নেতৃত্বে একদল পুলিশের উপস্থিতিতে উপজেলার
কামালখাল নদীতে অভিযান চালানো হয়। অভিযানকালে ৫০ হাজার টাকা মূল্যের একটি নিষিদ্ধ ভেরজাল জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের টিমের উপস্থিতি টের পেয়ে মাছ শিকারীরা পালিয়ে যায়। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ এলাকায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুরের এসিল্যান্ড অনুপম দাস অনুপ।