জগন্নাথপুরে বিপুল পরিমান ভারতীয় পন্য জব্দ, আটক ৬

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২২ | আপডেট: ১১:৪৫:অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২২

জগন্নাথপুর প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়েছে। এঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে শহরের পশ্চিম ইকড়ছই এলাকার রাজ হোটেলের সামন থেকে ৫হাজার ৭৬০ পিস জনসন বেবি ক্রিম,৮হাজার পিস জান্ডু আলটা পাওয়ার ক্রিম, ১হাজার ৪৪০ পিস জনসন বেবি ওয়েল ৫০ এমএল ৪০ পিস,জনসন বেবি ওয়েল ১০০ এমএল, ৮০০ পিস নিভার সফট লাইট মসেসস্টারাইজ ক্রিম যার বাজার মুল্য ১৮ লাখ ৩১ হাজার টাকা। এঘটনায় জড়িত সন্দেহে আলামিন মিয়া (২২), মোঃ কাউছার (২৮),শাহ আলম (৩৬),মোঃ আল আমিন(৩৬),ফজর আলী (৪০),ফরহাদ মিয়া (৩০),কে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়।

 

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, ভারতীয় কসমেটিকস অবৈধভাবে এনে বিক্রির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালামাল উদ্ধার ও ছয়জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।