ইতালিতে দ্য ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের যাত্রা শুরু পহেলা সেপ্টেম্বর

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২২ | আপডেট: ৭:৩২:অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২২

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

 

ইতালিতে বেড়ে ওঠা প্রজন্মের সুশিক্ষায় শিক্ষিত করতে বাংলা, ইংরেজি, আরবি শিক্ষা প্রদানের লক্ষ্যে‌ বহুল প্রত্যাশিত দ্য ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ যাত্রা শুরু করতে যাচ্ছে পহেলা সেপ্টেম্বর।

 

 

এ উপলক্ষে রাজধানী রোমের স্কুলের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলেজের কো ফাউন্ডার ও ডিরেক্টর মিঠু আহমেদ, প্রিন্সিপাল ও কো ফাউন্ডার সঞ্জয় কুমার সাহা, এক্সোকিউটিভ ও কো ডিরেক্টর নাফিছা আক্তার, কোর্ডিনেটর অফ বাঙালি কমিউনিটি ও কো ফাউন্ডার নওশিন সুলতানা, হেড অফ কোরআন ডিপার্টমেন্ট মিসবাহ উদ্দিন‌ সহ স্কুল শিক্ষার্থীদের অভিবাবক ও গণমাধ্যম কর্মীরা।

 

 

 

সংবাদ সম্মেলনে স্কুল কর্তৃপক্ষ জানান এই এই স্কুলে বাংলাদেশি ছাড়াও ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ ভিন্ন দেশি শিক্ষার্থীদের দক্ষ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা সঠিক ও উন্নতভাবে পাঠদান প্রদান করা হবে। আপনার সন্তানকে মানসম্মত সঠিক ও উন্নত শিক্ষা পাঠদানে স্কুল ভর্তি করতে ‌সকলের সহযোগিতা কামনা করেন।