জামিনে কারামুক্ত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। এ সময় সেখানে নেতাকর্মীদের ঢল নামে।
শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান সম্রাট। এ সময় ১৫ আগস্ট নিহত হওয়া বঙ্গবন্ধু পরিবারের সব সদস্যদের জন্য দোয়া করেন তিনি।
এর আগে দুপুর থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জড়ো হতে শুরু করেন যুবলীগের হাজারো নেতা-কর্মী। এ সময় তারা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’, ‘পঁচাত্তরের খুনিরা হুঁশিয়ার-সাবধান’, ‘একাত্তরের খুনিরা হুঁশিয়ার-সাবধান’ ইত্যাদি স্লোগান দেন।
উল্লেখ্য, কারা তত্ত্বাবধায়নে দীর্ঘদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন ইসমাইল চৌধুরী সম্রাট। গত সোমবার (২২ আগস্ট) রাতে হাসপাতাল ছাড়েন তিনি।
সম্রাট নব্বইয়ের দশকে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হন। পরে যুক্ত হন যুবলীগে। ঢাকার ৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি নির্বাচিত হন তিনি।
২০০১ সালে রমনা থানা যুবলীগের আহ্বায়ক হন সম্রাট। ২০০৩ সালের সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক হন। ২০১২ সালে যুবলীগের ষষ্ঠ কাউন্সিলে তিনি যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নির্বাচিত হন।
অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগের মামলায় ২০১৯ সালের ৬ অক্টোবর যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসা এবং ব্যক্তিগত আক্রোশে সম্রাটকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয় বলে অভিযোগ ওঠে।