ওয়ালসল বাংলাদেশ প্রগেসিভ সোসাইটির সুধী সমাবেশ

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২২ | আপডেট: ৬:০৩:অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২২

আহমেদ সুহেল : বার্মিংহামের পার্শ্ববর্তী শহর ওয়ালসলে কমিউনিটির জন্য দীর্ঘদিন ধরে কাজ করা ওয়ালসল বাংলাদেশ প্রগেসিভ সোসাইটি রাণী দ্বিতীয় এলিজাবেথের ক্ষমতা আরোহনের পঁচাত্তুর বছর এবং বাংলাদেশের মহান স্বাধীনতার অর্ধশত বছর পুর্তি উদযাপন উপলক্ষ্যে এক সুধী সমাবেশ আয়োজন করেছে। বৃটিশ মুলধারার নানা শীর্ষজনসহ বাঙালী কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ২৮ অগাষ্ট ওয়ালসলের একটি বানকুয়েটিং হলে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। তিন পর্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্টানের প্রথম পর্বে ওয়ালসল বাংলাদেশ প্রগেসিভ সোসাইটির সেন্টার ম্যানাজার আলহাজ্ব মোস্তফা চৌধুরী যুবরাজের সঞ্চালনায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান আলহাজ্ব নুর মিয়া। এসময় রাণী দ্বিতীয় এলিজাবেথের সুস্বাস্থ্য কামনা এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃটিশ এমপি ভেলোরী ভাজ ও ওয়ালসলের মেয়র কাউন্সিলর রোজ মার্টিন।

সুধী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আপাসনের প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই,বাঙালীদের অকৃত্রিম বন্ধু বৃটিশ ফান্ডিং কর্মকর্তা ক্রিস ডেয়ার,বাংলাদেশ বিজনেস ফোরামের চেয়ারম্যান আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই,কমিউনিটি নেতা ডাক্তার এম এ খালিক ও বার্মিংহামের একমাত্র বাঙালী মহিলা কাউন্সিলর মমতাজ হোসেন। এসময় তারা ওয়ালসল বাংলাদেশ প্রগেসিভ সোসাইটির বিভিন্ন কার্যক্রমে ভূয়সী প্রশংসা করেন। ওয়ালসলের বাংলাদেশ প্রগেসিভ সোসাইটির কর্মকর্তা নিয়াজ জায়গীরদারের সঞ্চালনায় অনুষ্টানের দ্বিতীয় পর্বে বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে নানাভাবে কাজ করা গুনীজনদের সম্মাননা প্রদান করা হয়। অতিথিরা প্রবাসী বাঙালী কমিউনিটি ব্যক্তিত্বদের হাতে সম্মাননা ও এওয়ার্ড তুলে দেন। বিশেষ নাটিকা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের মাধ্যমে সমাপ্তি ঘঠে অনুষ্টামালার। পুরো অনুষ্টানে বাঙালী মহিলা ও শিশু কিশোরদের উপস্থিতি ছিলো লক্ষনীয়।