ইতালির জাতীয় সংসদ নির্বাচনে এমপি ও সিনেট পদপ্রার্থীদের রোমের বাংলাদেশী কমিউনিটির সাথে মতবিনিময়
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: আসন্ন ২৫ সেপ্টেম্বর ইতালির জাতীয় সংসদ নির্বাচনে প্রবাস বান্ধব রাজনৈতিক দল পারতিতো দি দেমোক্রাতিকো (পিডি)র সমর্থিত এমপি ও সিনেট পদপ্রার্থীদের নিয়ে প্রবাসী বাংলাদেশীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইমিগ্র্যান্টস এসোসিয়েশন বিমাসের সভাপতি ড. মুক্তার হোসেন মার্কের তত্বাবধানে ও উপস্থাপনায় সভায় রোম মিউনিসিপ্যালিটির ৫ ও ৬ নাম্বার এলাকার এমপি প্রার্থী রোসেল্লা মুরোনি, আন্দ্রেয়া কাসো ও সিনেট পদপ্রার্থী আন্দ্রেয়া কাতারছি উপস্থিত ছিলেন। তারা বলেন, বিদেশীদের সুযোগ সুবিধার বিষয়টি মাথায় রেখেই আমাদের নির্বাচনী ইস্তেহার সাজানো হয়ছে। বিগত দিনে বিদেশীদের নিয়ে আমরা কাজ করেছি এবং এবারের র্নিবাচনে জয়যুক্ত হলে নাগরিকত্বসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কাজ করবো।
মত বিনিময় সভায় বাংলাদেশী অধ্যুশিত এলাকা ৫ নাম্বার মিউনিসিপ্যালিটির প্রেসিডেন্ট মাউরো কালিস্তে‘র সভাপতিত্বে ইতালীয় ও বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।