কুলাউড়ায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৫ জন ডাকাত আটক

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২২ | আপডেট: ৯:০০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২২

কুলাউড়ায় ২৪ সেপ্টেম্বর রাত ০৩:১০ ঘটিকায় কুলাউড়া থানাধীন বরমচাল ইউপির অন্তর্গত ফুলেরতল বাজারের দক্ষিণ পার্শ্বে নির্জন স্থানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র)/শাহ আলম, এএসআই(নিরস্ত্র)/তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে কুলাউড়া থানাধীন বরমচাল ফুলেরতল বাজারের দক্ষিণ পাশ নির্জন স্থান হতে কুখ্যাত ডাকাত কবীর মিয়া(৩৫), পিতা-ওয়াহাব উল্লাহ, গ্রাম-বাদে অস্তুতপুর, থানা-বালাগঞ্জ, জেলা-সিলেট, মোঃ নয়ন আহমদ (৩০), পিতা-আশিক আলী, সাং-আম্বরখানা হাউজিংষ্ট্যট,

 

 

গুলজার মিয়ার কলোনী, আখালিয়া নয়াবাজার, গ্রাম-বড়শালা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, আরশ আলী(২৯), পিতা-হাছন আলী, গ্রাম-বৈরাগী, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট, বর্তমান ঠিকানা: শিবলু মিয়ার কলোনী, টিলাগড়, থানা-শাহপরান, জেলা-এসএমপি, সিলেট, শাকিল আহমদ(২০), পিতা-সোলেমান মিয়া, গ্রাম-গর্দনা আমরপুর, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট, বর্তমানে ঠিকানা: পীরের বাজার পরগনা নওয়াগাঁও, পালক পিতা-দুলাল আহমদ কবীর, পরগনা ফ্যাক্টরির ডান পাশের বাসা, থানা-শাহপরান, জেলা-এসএমপি, সিলেট, আশিক (২৩), পিতা-মৃত শামসছুল হক, গ্রাম-আগরীপাড়া, থানা-কানাইঘাট, জেলা-সিলেটদেরকে আটক করেন এবং আসামীদের হেফাজত হইতে ডাকাতির কাজে ব্যবহৃত ০২টি কাটার(সাঁড়াশি), ০২টি ধারালো ছুরি, ০১টি ধারালো দা, একটি লোহার শাবল, একটি লোহার রড ইত্যাদি উদ্ধারসহ আসামীদের ব্যবহৃত একটি টাটা পিকআপ গাড়ী জব্দ করেন। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি েমাঃ আব্দুস সালেক জানান, আসামীদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তিনি আরো বলেন আসামীগন কুলাউড়া থানা এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছিল। আসামীদের বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।