কুলাউড়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২২ | আপডেট: ৯:৩৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২২

কুলাউড়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়েছে। এ লক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুস সিয়াম রাফি, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ। আরও বক্তব্য রাখেন ইউপি সচিব রকিবুর রহমান, ইউপি হিসাব রক্ষক রনি মোহন দেব প্রমুখ।

 

 

বক্তব্যে ইউএনও মাহমুদুর রহমান খোন্দকার বলেন, সঠিক তথ্য জানার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। সঠিক তথ্য সমাজকে সমৃদ্ধ করে। তাই যারাই তথ্য জানতে চাইবে তাদেরকে যেন আমরা কোনো ধরনের বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে হয়রানি না করি সেদিকে আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল মোমিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সৌমিত্র কর্মকারসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।