দেশের আরও ২ হাজার ২৭৮ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মাউশির মহাপরিচালকের (চলতি দায়িত্ব) সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) আজিজ উদ্দিন ও দেশের ১০টি অঞ্চলের উপ-পরিচালকরা ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক বেলাল হোসাইন জানিয়েছেন, নিয়মিত এমপিও বৈঠকে স্কুল-কলেজ পর্যায়ের প্রায় ১০ হাজার আবেদনের মধ্যে যাচাই-বাছাই করে ২ হাজার ২৭৮ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে স্কুল পর্যায়ে ১ হাজার ৮৩০ জন এবং কলেজ পর্যায়ে ৪৪৮ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। যেসব আবেদনে অসঙ্গতি ছিল, সেগুলো আরও যাচাই-বাছাই করে পরের সভায় তোলা হবে।
নিয়ম অনুযায়ী, প্রতি বিজোড় মাসে একবার এমপিও কমিটির সভা হয়।