লন্ডনেতে আছি আমি
যুগ যুগান্তরে
তেপান্তরের মাঠ পেরিয়ে
দেশ দেশান্তরে ।
সুখের আশায় এসেছিলাম
প্রিয়তমের দেশে
স্বপ্ন নিয়ে বেচে আছি
ইট পাথরের দেশে ।
নেই তো সময় কারো কাছে
ব্যাস্ততার এই দেশে
কেউ তো দেয় না একটি দিন
উপহার এসে ।
আপনজনের পাই না দেখা
চোখের জলে ভাসে
দিবা সবপন দেখি আমি
চার দেয়ালে বসে ।
কত রঙিন মানূষ আছে
অভিনয়ের বেশে
বাস্তবের কাছে এসে
হেরে যায় শেষে ।
সাত সাগর আর তের নদীর
শেষ সীমানায় এসে
লন্ডনেতে আছি আমি
স্বপ্নের এই দেশে ।