ময়মনসিংহ পলিট্যাকনিক ইন্সটিটিউট মাঠে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতা-কর্মীরা
ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ উপলক্ষে শনিবার (১৫ অক্টোবর) সকাল থেকেই বিএনপি নেতা-কর্মীরা নগরীর মাসকান্দা এলাকার ময়মনসিংহ পলিট্যাকনিক ইন্সটিটিউট মাঠে জড়ো হতে শুরু করেছেন। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপির কর্মী সমর্থকরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছেন। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে হঠেছে নগরীর বিভিন্ন রাস্তা।
এদিকে নগরীর কৃঞ্চচূড়া চত্বরে অবস্থান কর্মসূচী পালন করছেন জেলা ও মহানগর আওয়ামী লীগ। সকাল থেকে সেখানে দেখা গেছে আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জামায়াত।
বিএনপি’র সমাবেশ ও আওয়ামী লীগের অবস্থান নিয়ে নগরীর সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, সাম্প্রতিক আন্দোলনে পাঁচ নেতাকে হত্যা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি প্রতিবাদে ময়মনসিংহ বিভাগীয় গনসমাবেশ আয়োজন করেছে বিএনপি।