দুই ম্যাচ খেলেই শেষ হলো শ্রীলঙ্কার ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরার টি-টোয়েন্টি বিশ্বকাপ। কাফ ইনজুরিতে পড়েছেন তিনি। শুরুর দিকে শোনা গিয়েছিল, ২০ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ‘এ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না। পরে নিশ্চিত করা হয় বিশ্বকাপই শেষ তার।
একই ইনজুরিতে বিশ্বকাপের আগে এশিয়া কাপ খেলা হয়নি চামিরার। তবে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ায় বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়।
৩০ বছর বয়সী এই পেসার জিলংয়ে আমিরাতের বিপক্ষে ৭৯ রানের দুর্দান্ত জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইনিংসে প্রথম তিনটি উইকেট নেন তিনি এবং দেন ১৫ রান। নিজের স্পেলের শেষ ওভারে চোট পান চামিরা এবং মাঠ ছাড়ার সময় হতাশা প্রকাশ করছিলেন মাথা নাড়িয়ে।
শ্রীলঙ্কা দলে আরও ফিটনেস ইস্যু রয়েছে। ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকা ও পেসার প্রমোদ মাদুশান হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছেন।