কৃষিতে শতভাগ সাফল্য অর্জন করতে হবে: কুলাউড়ায় কৃষক সমাবেশে জেলা প্রশাসক

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২২ | আপডেট: ২:৩২:অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

 

 

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেছেন, ‘এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাকে বাস্তবায়ন করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অনাবাদি পতিত জমি আবাদের আওতায় নিয়ে আসতে হবে। সেচ ও জলাবদ্ধতার সমাধান করে কৃষিতে শতভাগ সাফল্য অর্জন করতে হবে।
কুলাউড়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকায় আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুদ্দিন আহমদ, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু ও সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, সূচনা প্রতিনিধি মনোজ কান্তি দাস ও বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত আশীষ পাল।

 

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আকবর আলী সোহাগ প্রমুখ।
সমাবেশে প্রায় দুইশতাধিক কৃষক অংশগ্রহণ করেন।