সাংবাদিক আব্দুল লতিফ নুতন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ২৮ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় কমিটির এক সভা সভাপতি মন্ডলীর সদস্য আবদুল লতিফ নতুনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান লিটনের পরিচালনায় অনুষ্টিত হয়। সভায় কেন্দ্রীয়, ঢাকা মহানগর, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা কলেজ শাখা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শিকদার মাহমুদুল আলম তারেক, রাজবাড়ীর সভাপতি আহসান হাবিব মনি, নোয়াখালীর সভাপতি সুজন মজুমদার, ঢাকা মহানগর উত্তর এর সভাপতি নবেন্দু সাহা নব, ঢাকা মহানগর দক্ষিণ এর সাধারণ সম্পাদক শেখ নূর কুতুবুল আলম, ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক দীপরাজ মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ আজিজুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ ইমরান হোসেন, ঢাকা কলেজ শাখার সভাপতি মোঃ শরীফ, প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় নেতৃবন্দ বলেন, ঐক্যবদ্ধ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা গঠনের কোন বিকল্প নাই। কেননা আমাদের অভিভাবক মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতেই হবে। সভায় আগামী সম্মেলনের পূর্ব পর্যন্ত সভাপতি মন্ডলীর সদস্য আব্দুল লতিফ নুতনকে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করা হয়।