আহমেদ সুহেল : যুক্তরাজ্য সফররত বিশিষ্ট সাংবাদিক ও লেখক, প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকনের সম্মানে বার্মিংহামে এক স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহামের বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংস্কৃতি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে পরিবেশবাদী সংগঠন অমরাবতি এবং নাট্য সংগঠন র্পুবনাটের যৌথ উদ্যোগে গত ৩১ অক্টোবর সন্ধ্যায় বার্মিংহামের স্মলহীথের একটি হলে উক্ত স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে যোগ দিয়ে ইব্রাহিম চৌধুরী খোকন বাংলা সংবাদপত্র – সাংবাদিকতা এবং প্রবাসে সাংস্কৃতি চর্চার বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। এসময় তিনি আগামী দিনে মৌলবাদী শক্তির উত্থানে বাংলাদেশ দিকভ্রান্ত হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে সকলকে সতর্ক থাকার আহবান জানান। তিনি সাংবাদিকতা একটি মহান পেশা এবং সমাজের উন্নয়নে সাংবাদিকরা নিঃস্বার্থভাবে কাজ করছেন বলেও উল্লেখ করেন।
অমরাবতীর প্রধান কলামিষ্ট শেবুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্বজন সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন পুর্বনাটের প্রধান নাট্যকার মুরাদ খান। স্বজন সমাবেশের প্রাণবন্ত মুক্ত আলোচনায় অন্যান্যদের মধ্যে যোগ দেন বাংলা কাগজের সেক্রেটারী খসরু খান,বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের সেক্রেটারী আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই,কাউন্সিলর মমতাজ হোসেন,নাট্যকার তারেক চৌধুরী,জয়দেব দুলু,সঙ্গীত শিল্পি ফিরোজ রাব্বানী,সিনিয়র কলামিষ্ট ম আ কাদির,অমরাবতীর ফাইনেন্স ডাইরেক্টর সাংবাদিক রাশিয়া খাতুন,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সম্পাদক জয়নাল ইসলাম,ব্যরিষ্টার শাম উদ্দিন,কমিউনিটি নেতা মোহাম্মদ রঞ্জু মিয়া,ব্যবসায়ী শেখ মোহাম্মদ আব্দুল খালিক,সংস্কৃতি কর্মী আবু এইচ চৌধুরী সুইট,সাংবাদিক মিজান রেজা চৌধুরী,আব্দুল লতিফ,সাবেক ফুটবলার মোস্তাক আহমেদ,ড্রাউভিং ইন্সট্রাক্টর আবদুল্লাহ চৌধুরী,পুর্বনাটের অন্যতম ডাইরেক্টর রাজিব জেবতিক,বি অন টিভি ইউকের হেড অফ প্রোগ্রামস রিয়াদ আহাদ এবং ম্যানচেষ্টারের লেখক ও নাট্যকর্মী জেসমিন চৌধুরী,সংস্কৃতিকর্মী জাকি মোস্তফা,মহসীন চৌধুরী,শফিউল ইসলাম বাপ্পি,অমরাবতীর মহিলা সদস্যা গুলশান চৌধুরী,তাহেরা চৌধুরী,পাপিয়া উদ্দিন.লাকি উদ্দিন,ফাতেমা শামিম চৌধুরী,হাফিজা সিদ্দিকা,মিসেস ফরহাদ চৌধুরী প্রমূখ। অনুষ্টানে যোগ দেওয়া সকলেই প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকনের সাংবাদিকতা ও লেখনীসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে তাঁর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। স্বজন সমাবেশের শুরুতে ইব্রাহিম চৌধুরী খোকনকে আয়োজকদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। সবশেষে দেশীয় দামাইল গানের মাধ্যমে সমাপ্তি ঘঠে স্বজন সমাবেশের।