![জগন্নাথপুরের অ্যাডভোকেট শাহিনের পিএইচ.ডি ডিগ্রি অর্জন](https://www.banglakagojnews.com/wp-content/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-10-at-5.36.18-PM.jpeg)
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরের বাসিন্দা
অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি এ্যামেরিকান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া থেকে মহানবীর জীবনের অলৌকিক ঘটনাবলীর উপর গবেষণা করে ডক্টর অব ফিলোসফি ডিগ্রী অর্জন করেন।
জিয়াউর রহিম শাহিন পৌরসভার হবিবপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ৭০ এর দশকে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা
মরহুম আব্দুর রহীম একজন শিক্ষাবিদ ছিলেন এবং মাতা নাজমা বেগম ছিলেন একজন শিক্ষানুরাগী।
সুনামগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং রাজনৈতিক অঙ্গণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বহু সৃজনশীল গ্রন্থের লেখক অ্যাড. শাহিন একজন সু-বক্তা হিসাবে এতদাঞ্চলে পরিচিত। তার সম্মানজনক এ ডিগ্রি অর্জনে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।