জগন্নাথপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজ আর নেই

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২২ | আপডেট: ১২:১৮:পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২২
জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভূরাখালি গ্রামের বাসিন্দা যুদ্বাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজ (৭৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

আজ রোববার সকালে উপজেলার ভূরাখালি গ্রামের বাড়িতে জগন্নাথপুর থানা-পুলিশের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় সন্মান গার্ড অব অনার প্রদান করেন। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান উপস্থিত ছিলেন। পরে বাদ মাগরিব সিলেটের শাহ জালাল দরগা মাঠে দ্বিতীয় জানাজা শেষ দরগা কবরস্থান দাফন করা হয়েছে। শনিবার সকালে সিলেটে নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। প্রসঙ্গত উপজেলার হাওর ব্যাষ্টিত গ্রামগুলোকে ঢেউয়ের কবল থেকে বাঁচাতে ইজল করচ গাছ লাগিয়ে যিনি বৃক্ষপ্রেমি হিসেবে পরিচিতি পেয়েছিলেন সেই বীর মুক্তিযোদ্ধা আবদুল হাফিজ। তিনি প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের ভাতিজা।

 

এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি,হারুন রাশীদ,বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম, আব্দুল হক,রসরাজ বৈদ্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,সহ সভাপতি মিজানুর রশিদ ভূঁইয়া,সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক অমিত দেব, নির্বাহী সম্পাদক আলী আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, বর্তমান সভাপতি আব্দুল মুকিত প্রমুখ।