এসএসসির ফলাফল জগন্নাথপুরে বেড়েছে জিপিএ-৫

প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২ | আপডেট: ১:১২:পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২
জগন্নাথপুর প্রতিনিধি:

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় এবার ৭১ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে। মাদ্রাসা থেকে জিপিএ ৫ পায় ৬ জন শিক্ষার্থী। মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার সার্বিক ফলাফল সন্তোষজনক
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, এবার উপজেলার ৩০ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২২৭৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয় ১৯১৩ জন শিক্ষার্থী। জিপিএ -৫ পায় ৭১ জন শিক্ষার্থী। অপরদিকে উপজেলার ১৮টি মাদ্রাসা থেকে ৭১৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয় ৫৯৯ জন শিক্ষার্থী।জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬ জন শিক্ষার্থী। স্কুল পর্যায়ে সবোচ্চ জিপিএ-৫ পায় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়। তাদের ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পায় পাসের হার ৯৭.১০ ভাগ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলেছুর রহমান জানান,উপজেলার স্কুল পর্যায়ে ফাসের হার ৮৩.১৬ এবং মাদ্রাসা পর্যায়ে পাসের হার ৮৪.১ ভাগ। তিনি জানান,গত বছর স্কুল থেকে ৩৭ জন ও মাদ্রাসা পর্যায় থেকে ৫ জন জিপিএ-৫ পেয়েছিল।