বাংলা কাগজ ডেস্কঃ
বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি , প্রশাসনে দলীয়করণ করে,দেশকে হুমকির মুখে, সাধারন মানুষ এর থেকে মুক্তি পেতে,
গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পেতে, সর্বজনীন রাষ্ট্র গঠন করতে , স্বদেশ-বিদেশ একযোগে দলকে শক্তিশালীর মাধ্যমে আন্দোলনকে ত্বরানিত করতে জিয়া পরিষদের নতুন ও নবায়ন কল্পে ইউকে কমিটি গঠন করা হয়েছে।
প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরীকে সভাপতি, প্রফেসর ইকবাল খাঁনকে সিঃ সহ-সভাপতি,সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মঞ্জুর হাসান পল্টুকে সাধারণ সম্পাদক , কবি কাওছার মাহমুদকে সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক , আহসান উদ্দিন মানিক হাইকে সাংগঠনিক সম্পাদক করে কেন্দ্রীয় জিয়া পরিষদের চেয়ারম্যান, চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা প্রফেসর ডাঃ আব্দুল কুদ্দুস এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড.এমতাজ হোসেন এর স্বাক্ষরিত “জিয়া পরিষদ ইউকে শাখা„ ৮১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সহ-সভাপতি,মবিন ভূইয়া কাজল, যথাক্রমে ,বেলাল আহমেদ চৌধুরী ইরান, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, মজিবুর রহমান ববি, এড. সৈয়দ শামীম জামান, আব্দুল মোহিত (ভিপি সুহেল) , বি .এম. ফারুক আহমেদ শফি আহমেদ , শফি আহমেদ(এ.জি.এস দিনার) হাবিবুল্লাহ পালোয়ান, মকবুল হোসাইন, লুৎফর রহমান , পল্টু আহমেদ ,এড.নাজমুল হোসেন মুক্তা, আব্দুস সবুর তালুকদার ,আবুল হোসেন , মেজবাহ উদ্দিন খাঁন ,আসলাম উদ্দিন, সবির আহমেদ, তমিজ উদ্দিন, মাসুদ মিয়া ,হাবিবুল ইসলাম,যুগ্ন সাধারন সম্পাদক, নূর রহমান ,যথাক্রমে মোঃ আহসান উল্লাহ টিপু ,মাহবুবুর রহমান ,এড. শাকিল চৌধুরি ,মাহি চৌধুরী ,আহবাব হোসেন খাঁন বাপ্পি , খঁন্দকার আব্দুল করিম নিপু, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক, রবিন আহমেদ ,আজিম রহমান ,আনিসুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক ,সানি হাসান ,রানা হামিদ , আতাউর রহমান,অর্থ বিষয়ক সম্পাদক মোঃ কাঞ্চন সরকার ,সহ অর্থ বিষয়ক সম্পাদক নন্দন কুমার দে , দপ্তর সম্পাদক কাজী হাসানাত হোসেন, সহ-দপ্তর সম্পাদক হারুনুর রশিদ ,সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আহসানুল আম্বিয়া শোভন,আইন বিষয়ক সম্পাদক এড.আমিনুর রহমান ,সহ-আইন বিষয়ক সম্পাদক এড.জোবায়ের হোসেন , আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিব হাসান , সহ আন্তর্জাতিক সম্পাদক হামিম ইসলাম ,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ শামীম ইকবাল খাঁন , সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ বকুল মিয়া , যোগাযোগ বিষয়ক সম্পাদক জুয়েল আহমেদ ,বিষয়ক সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্বাস উল্লাহ,অলিউর রহমান,
ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল খালেক ,ক্রীড়া সম্পাদক আব্দুল গোফরান মল্লিক,সহ-ক্রীড়া সম্পাদক আনোয়ার মিয়া ,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিলন ফরাজী ,সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ জিল্লুর রহমান ,মহিলা সম্পাদিকা শিক্ষিকা রোকসানা বেগম , সহ-মহিলা সম্পাদিকা শায়লা গনি , প্রচার সম্পাদক আনোয়ার হোসেন সবুজ চৌধুরী ,সহ-প্রচার সম্পাদক নাসির উদ্দিন সানি, সম্মানিত সদস্য অধ্যাপক নাজমুল হোসেন, যথাক্রমে,ডাক্তার শাহজালাল ,ফিরুজা শাহীন চৌধুরী ,তারেক হোসেন ,মাইন উদ্দিন, সেলিম মিয়া ,মোঃ মজনু মিয়া , আনোয়ার হোসেন সবুজ ,জিয়াউর রহমান ফয়সাল, রাশেদ মোল্লা ,ফোরকান চৌধুরী ,আউয়াল মিয়া , মেহেদি হাসান ,মোহাম্মদ সিরাজ উদ্দিন ,সিপার আহমেদ ,মোহাম্মদ পলাশ ,মোহাম্মদ নাসের ,মোবারক হোসেন ,শমশের আকবর পলাশ,সজল আহমেদ প্রমুখ।
উপদেষ্টা পরিষদে রয়েছেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয় সম্পাদক এম এ জলিল খান, এডভোকেট আাব্দুল হালিম সলিসিটর, জাহাঙ্গীর আলম শাহাজাহান, প্রফেসর আব্দুল আহাদ, প্রফেসর কমর উদ্দিন আহমদ জামাল, রাব্বি হাসান একাউন্টেড, ইঞ্জিনিয়ার মোঃ আলাউদ্দিন, কাজল আহমদ,বাবুল আহমদ চৌধুরী, মোঃ তাজুল ইসলাম, তোফাজ্জল আলম, মাইনুদ্দিন,ইসলাম উদ্দিন, ও মনির হোসেন ফারুক।