কুলাউড়ায় রাজাপুর মনু সেতু ও সড়ক নির্মাণ প্রকল্পে অধিগ্রহনকৃত ভূমির চেক উপকারভোগীদের মধ্যে বিতরণ

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২ | আপডেট: ৬:৪৯:অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২
স্টাফ রিপোর্টারঃ

 

মৌলভীবাজার জেলা ভূমি অধিগ্রহন শাখার উদ্যোগে ২০২০-২০২১ সালের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা-হাজিপুর শরীফপুর (জেড-২৮২২) সড়কের ১৪তম কিলোমিটারে পিসি গার্ডার সেতু(রাজাপুর সেতু) ও সাড়ে ৭ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় অধিগ্রহনকৃত জমির মালিকদের মধ্যে চেক বিতরণ শুরু হয়েছে।

বুধবার ৩০ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি অধিগ্রহন কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ এর সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আব্দুল হক এর সভাপতিত্বে চেক বিতরণ সভায় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জিয়া উদ্দিন।
এসময় চারজন উপকারভোগীর মধ্যে ১১ লক্ষ ২২ হাজার টাকা চেকের মাধ্যমে তুলে দেয়া হয়। উপকারভোগীরা হলেন, কামাল হোসেন, শাহিন মিয়া, আব্দুর রহমান ও জয়নুর বেগম।
এসময় কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদি হাসান সহ ভূমি অধিগ্রহন শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বলেন, এপর্যন্ত ৪০টির মতো আবেদন পড়েছে। এরমধ্যে দুই মাসের মধ্যে ৪ জনকে টাকা বুঝিয়ে দেয়া হলো। বাকিদের টাকা দ্রুত সময়ের মধ্যে পরিশোধের ব্যবস্থা নেয়া হবে।