সুনামগঞ্জ ব্যুরো প্রধান
র্যালি, আলোচনা সভা ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে সুনামগঞ্জ হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা ১১ টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ইউনিট কার্যালের সামন থেকে এক বর্নাঢ্য শুভাযাত্রা বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনামের গিয়ে পুষ্পস্তবক করেন বীর মুক্তযোদ্ধা, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।
জেলা প্রশাসক ও জেলা মুক্তযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিট্রেট ইফতিসাম প্রীতির পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতীক।
এর আগে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কার্যালের সামনে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।