ফ্রান্সে প্যারিস বাংলা প্রেসক্লাবের নব গঠিত কার্যনির্বাহী পর্ষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২২ | আপডেট: ১১:৫৭:অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২২

ফ্রান্সে সৃজনশীল সাংবাদিকদের পরিবারখ্যাত প্যারিস বাংলা প্রেসক্লাবের নব গঠিত কার্যনির্বাহী পর্ষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে গার দো নর্দের শাহ রেস্তোরাঁয় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী রাজনৈতিক সামাজিক সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

ফ্রান্স থেকে আমাদের সহকর্মী এনায়েত হোসেন সোহেল জানান, প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সোহেলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাসেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স আওয়ামী লীগের সাধারন সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, সালেহ আহমদ চৌধুরী , সাত্তার আলী শাহ আলম, মাসুদ মিয়া,অধ্যাপক অপু আলম, সেলিম ওয়াদা সেলু,বিলাল উদ্দিন,ফেরদৌস করিম আখন্জি,ফয়সল উদ্দিন ,সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম প্রমুখ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে অদ্যাবধি দেশের তরে সকল শহীদানের প্রতি এক মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্টানের শুরুতেই নতুন পরিষদকে ফুলেল শুভেচ্ছা জানান অতিথিরা। পরে পরিচিতি সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। সে কথাটি মাথায় রেখে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা প্রয়োজন। কারণ সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা পালনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সুফল বয়ে আনা সম্ভব।