কুলাউড়ায় মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী কল্যাণ সমিতির অবস্থান ধর্মঘট পালন
স্টাফ রিপোর্টারঃ
কুলাউড়ায় মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবিতে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে ২৮ ডিসেম্বর বুধবার সকালে কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে।
কুলাউড়া বাজারের ব্যবসায়ীদের অংশগ্রহনে অনুষ্ঠিত অবস্থান ধর্মঘটে সভাপতিত্ব করেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল। সংগঠনের সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই এর পরিচালনায় সংগতি প্রকাশ করে বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান,কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি রফিকুল ইসলাম রেনু,জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি গিয়াস উদ্দিন আহমদ কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য সজল,কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল আহমদ শামীম,কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির বর্তমান সহ সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, এম ফয়েজ উদ্দিন, নারী বিষয়ক সম্পাদক সুফিয়া রহমান ইতি,সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাবুল পাল,নাজমুল বারী সোহেল, ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন, আব্দুল মুক্তাদির জায়েদ, ফরহাদ আহমদ, ছাত্রলীগ কুলাউড়া কলেজ শাখার সাধারণ সম্পাদক আনোয়ার বখশ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক আজিজুল ইসলাম ও আব্দুুল মুক্তাদির,ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সভাপতি মাওলানা আবদুল ওয়াহিদ, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রোবেল, দপ্তর সম্পাদক ডাঃ কুতুবউদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুর রহমান আফজল, ওয়ার্ড সম্পাদক, নজরুল ইসলাম, অশোক চন্দ্র, আব্দুল মুতলিব,মোঃ গউছ মিয়া,আব্দুল মোহিত, আব্দুল্লাহ আল মনি, এজাজ মাহমুদ চৌধুরী ফুল, রাজু আহমদ দুলাল, ওয়ার্ড মেম্বার, রিংকু বর্ধন, শের আলী,শেখ সুমন,মারুফ আহমদ জালাল, কামাল হোসেন, কাওছার আহমদ চৌঃ সাব্বির, আব্দুল মন্নান, হায়দার আলী, আবুল কালাম রাসেল, এনামুল হক, নজরুল ইসলাম সোনা, জুনেদ আহমদ, শাহজাহান কবির,নাজিম বখশ,মোস্তফা মিয়া,হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান মিয়া প্রমুখ।
সভায় আগামী ২ জানুয়ারির মধ্যে দাবি মেনে মেলার কার্যক্রম বন্ধ না করলে ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার সকাল ৬ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত কুলাউড়া বাজারের সর্বস্তরের দোকান পাঠ বন্ধের কর্মসূচি ঘোষণা করা হয়।