ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক সভাপতি সুলতান মনসুর এমপি’র শুভেচ্ছা বার্তা
ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতা সংগ্রামসহ সব গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ৪ঠা জানুয়ারি বুধবার। ১৯৪৮ সালের এদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপমহাদেশের বৃহৎ এ ছাত্রসংগঠনটি প্রতিষ্ঠা করেন। দিবসটি উপলক্ষে সারাদেশে নানা কর্মসূচি পালন করেছে সংগঠনটি। ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন মৌলভীবাজার-২ কুলাউড়া সংসদীয় আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ডাকসুর সাবেক ভিপি, ছাত্রলীগের সাবেক সভাপতি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ।
আরও পড়ুন: এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ পক্ষ থেকে ৬৩ লাখ টাকার মসজিদভিত্তিক চেক বিতরণ
আরও পড়ুন: কুলাউড়ার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি
আরও পড়ুন: কুলাউড়ায় ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে মৌলভীবাজার – ২ আসনের এমপি সুলতান মনসুরের ২ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ
শুভেচ্ছা বার্তায় সাবেক এ সভাপতি বলেন- “ছাত্রলীগের প্রতিষ্ঠা-বার্ষিকী সফল ও সার্থক হোক”
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে দেখে তার আদর্শের একজন কর্মী হিসেবে ছাত্রলীগের অংশ হয়েছিলাম। পরবর্তীতে তার সুযোগ্য কন্যা ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হয়েছিলাম। আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভক্ষণে আমার শৈশব,কৈশোর,যৌবনের আবেগ, ভালোবাসার ঠিকানা ছাত্রলীগের প্রতি রইলো অফুরন্ত শুভ কামনা। ভাষা আন্দোলন, স্বাধিকার, স্বাধীনতা, ৭৫ পরবর্তী প্রতিরোধ ও গণতন্ত্র পূণঃপ্রতিষ্টা আন্দোলন সহ সকল গনতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী ছাত্রলীগের প্রত্যেক বীর শহীদানের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।
জয় বাংলা ,জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার জনগণের।
আরও পড়ুন: কুলাউড়ায় বন্যাকবলিত মানুষের মাঝে এমপি সুলতান মনসুরের ত্রাণ বিতরণ