অভিষিক্ত হলেন বাংলাদেশ ওয়েলেফেয়ার এসোসিয়েশন বার্মিংহামের নতুন কার্যকরী কমিটি

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩ | আপডেট: ৮:১৮:অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩

আহমেদ কাবির : অভিষিক্ত করা হয়েছে যুক্তরাজ্যের বাঙালী কমিউনিটির পঁচাত্তর বছরী সংগঠন বাংলাদেশ ওয়েলেফেয়ার এসোসিয়েশন বার্মিংহামের ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটিকে। গত ১৫ জানুয়ারি বার্মিংহামের বাঙালী অধ্যুষিত বার্মিংহামের আষ্টনের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের ইকবাল বানকুয়েটিং হলে অনুষ্ঠিত যুক্তরাজ্যের বাঙালী কমিউনিটির সুপ্রাচীন এই সংগঠনের নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের অভিষেক অনুষ্টানে নতুন কমিটিকে অভিষিক্ত করতে দল-মত নির্বিশেষে উপস্থিত হোন বাঙালী কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দসহ নবীন-প্রবীন মিলে কমিউনিটির সর্বস্থরের মানুষ। দুপর্বে বিভক্ত অনুষ্টানের প্রথম পর্বে ছিলো নতুন কমিটির অভিষেক ও পরিচিতি এবং দ্বিতীয় পর্বে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলীমুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনের কাউন্সিলর স্বর্ণালী চন্দ, বাঙালী চার কাউন্সিলর সাদেক মিয়া শামসু,মমতাজ হোসেন,জালাল উদ্দিন ও সফুর রহমান। বাংলাদেশ ওয়েলেফেয়ার এসোসিয়েশন বার্মিংহামের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু ও যুগ্ম সম্পাদক এমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্টিত অভিষেক অনুষ্টানে মঞ্চে নিয়ে সংগঠনের কার্যকরী কমিটির সকল সদস্যদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানিয়ে সকলের কাছে পরিচয় করিয়ে দেওয়া হয়। এসময় সহ-সভাপতি কামাল হোসেন মুল বক্তব্য উপস্থাপন করে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন বার্মিংহামের উদ্যোগে সপ্তাহের সোম,মঙ্গল ও বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত সর্বস্থরের মানুষের জন্য কার্যালয় উন্মুক্ত রাখা ছাড়াও প্রতিমাসের প্রথম এবং তৃতীয় বুধবারে অভিজ্ঞ আইনজীবী কর্তৃক ফ্যামিলি ইমিগ্রেশন ও বেনিফিট সার্ভিসের জন্য পরামর্শ প্রদান এবং প্রতিমাসের চতুর্থ সোমবার কমিউনিটির প্রবীণ নাগরিকদের জন্য চা – চক্রের ব্যবস্থা রাখাসহ নতুনভাবে শুরু হওয়া বিভিন্ন কার্যক্রমের বর্ণনা করেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন বার্মিংহামের নব নির্বাচিত কোষাধ্যক্ষ রফিকুর রহমান রফু,নির্বাচন পরিচালনা কমিটির তিন সদস্য আলহাজ্ব কামরুল হাসান চুনু,আব্দুর রশীদ ও এম এ খালিক,সাবেক সভাপতি কবীর উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির আবুল। এসময় বক্তারা ঐতিহ্যবাহী এই সংগঠনের স্বর্ণালী সময়ের কথা উল্লেখ করে নতুন কমিটি তা ফিরিয়ে আনবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্টানের দ্বিতীয় পর্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক লোকমান হোসেন কাজীর সঞ্চালনায় স্থানীয় শিল্পিদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন রোজী সরকার,শেবুল,জুনায়েদ এন্দ্রে,রানা মিয়া চৌধুরী ও শিশু শিল্পি কারিমা।

 

অভিষেক অনুষ্টানে কমিউনিটির শীর্ষজনদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা হিফজুর রহমান খান,গোলাম মোস্তফা,এস এম হাসান,ফয়জুর রহমান চৌধুরী এমবিই, তোফাজ্জল হোসেন চৌধুরী,নাসির উদ্দিন হেলাল,আব্দুর রশিদ ভূইয়া,মিসেস নাজনীন রশীদ, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,মিসেস ফাতেমা হামিদ, চলচ্চিত্র নির্মাতা মকবুল চৌধুরী,নাট্যকার তারেক চৌধুরী,নাট্য অভিনেতা জয়দেব দুলু,সৈয়দ হেমায়েত কবির শিপার, রানা মিয়া চৌধুরী, ডঃ জস আহমেদ,মাহবুবুল হাসান শরীফ,ম আ কাদির,মধু মিয়া, ফখর উদ্দিন,সিতার আহমেদ,আলহাজ্ব সমসু মিয়া, সিরাজুল ইসলাম তছলু,এ কে এম আলী হোসেন,আব্দুল মুনীম চৌধুরী,সলিসিটর আব্দুল্লাহ আল মামুন,ওয়াসিমুজ্জামান,জালাল উদ্দিন আহমেদ,জামান আহমেদ,আজাদ মিয়া, দুলু মিয়া,আব্দুল বাশার,ইয়াদি এলাহী,সেলিম উদ্দিন,এমদাদ হোসেন লাভলু,জাহেদ উদ্দিন,জুনেদ আহমদ,আশিক মিয়া,শাহেদ আলী,বদরুল আলম চৌধুরী,কবির উদ্দিন,শাহেদ আহমেদ,আবুল কালাম আজাদ, আবদাল হোসেন,আব্দুল বারী,জালাল উদ্দিন,সমাজকর্মী জিতু মিয়া,ফারুক হোসেন,আজাদ চৌধুরী,মাসুম চৌধুরী,বুলন চৌধুরী,আলমগীর চৌধুরী,আনোয়ার হোসেন কাবুল,শিরন চৌধুরী,আহাদ চৌধুরী,আব্দুল মোহিত,উকিল মিয়া,মিজান রেজা চৌধুরী,সৈয়দ মোজ্জাকির আলী,মনসুর আলম,গাজী রাসেল,আব্দুল মুহিদ,ফাতেমা শামীম চৌধুরী,শেফালী বেগম,ইন্তাজ আলী বাবুল,শিহাব আহমেদ,ওলিউর রহমান,আবুল কাস চৌধুরী,দেওয়ান রানা মিয়া,ইসলাম খান,জাহেদ আহমদ,রাশেদ আহমেদ,আঙ্গুর মিয়া,সাগর খান,মজনু মিয়া,নজরুল ইসলাম,সুহেল চৌধুরী, মুমিন, সৈয়দ রিয়াদ,সৈয়দ আবিদ,মুকিত মিয়া,সেলিম আহমেদ,তছলিম আলী সেলিম,ইফতেখার আহমেদ তারিখ,বশর আহমেদ,সাদিকুর রহমান,মুজিবুর রহমান বাবুল,খসরু আহমেদ,আব্দুল হাফিজ,কবীরুল রশীদ,মনিরুল হক,মিনহাজ উদ্দিন তাজ,এমরান হোসেন,আবু বক্কর,আক্তার হোসেন,ফরহাদ তালুকদার,মোঃ শাহ্ কামাল,আব্দুল ইকবাল,মিসেস নুরুন আহমেদ,মিসেস আছিয়া আজাদ,মিসেস আমিনা মোস্তফা,মাইশা আহমেদ,ছামী আহমেদ,শুভ আহমেদ,ফারহাত মোস্তফা,আবুল ফয়েজ মুন্না প্রমূখ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের বাংলাদেশ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন,সাধারণ সম্পাদক এটিএন বাংলা ইউকের প্রতিনিধি জয়নাল ইসলামের যমুনা টিভির প্রতিনিধি রিয়াদ আহাদ,টিভি ওয়ানের মিডল্যান্ডস প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল,আই অন টিভির প্রতিনিধি লোকমান হোসেন কাজী,বিঅন টিভি ইউকে‘র প্রধান নির্বাহী আব্দুল এম চৌধুরী সুমন,মিডল্যান্ডস প্রতিনিধি আহমেদ কাবির,বাংলা কাগজের আহমেদ সুহেল প্রমূখ।

 

 

https://fb.watch/i55xubZM-Q/