তিন কেজি হিরোয়িনসহ নারী যাত্রী আটক

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২২ | আপডেট: ৯:৪৮:অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২২

তিন কেজি হিরোয়িন সহ বতসোয়ানা থেকে আসা নারী যাত্রী লেসেডি মোলাপিসি কে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি করে তার ব্যাগে হিরোয়িন পায় প্রিভেন্টিভ দল। রবিবার রাতে তাকে আটকের কথা নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সানোয়ারুল কবির।

বতসোয়ানা আফ্রিকা মহাদেশের দক্ষিণাংশে অবস্থিত একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। সেখান থেকে কাতার হয়ে বাংলাদেশে আসেন এই নারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই যাত্রী জানিয়েছেন, এ প্যাকেটে হিরোয়িন থাকার বিষয়ে তিনি জানেন না। তবে তিনি হোটেলে উঠলে কেউ একজন তার কাছ থেকে এই প্যাকেট নিয়ে যেতো। তবে কে নিয়ে যেত সে তথ্য তিনি জানেন না। অন্যের মালামাল বহনে সর্তক হওয়ার পরমর্শ দিচ্ছে বাংলা এভিয়েশন। অবৈধ মালামালের বহনকারী হিসেবে আপনাকেই আইনের আওতায় যেতে হবে।