ডেস্ক রিপোর্ট: বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি ও বাংলা টিভির ইতালি ব্যুরো প্রধান শাওন আহমেদ ইউরোপে সাংবাদিকদের সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন। অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাংবাদিকতা বিভাগে তিনি এই সম্মাননা লাভ করেন। অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব-আয়েবাপিসির স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে এই সম্মাননা প্রদান করা হয়। ইউরোপের আলোচিত সাংবাদিক জার্মানির ডয়চে ভেলে বাংলার প্রধান খালেদ মুহিউদ্দীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শাওন আহমেদের হাতে এই পদক তুলে দেন। শাওন আহমেদ বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও ইলেকট্রনিক্স মিডিয়ায় দীর্ঘদিন ধরে কাজ করছেন। ইতিপূর্বে তিনি চ্যানেল এস ইউকে, বাংলা টিভি ইউকের প্রতিনিধি হিসেবে ইতালিসহ অন্যান্য দেশের সংবাদ পরিবেশন করে আলোড়ন সৃষ্টি করেছেন। বর্তমানে তিনি সময় নিউজের সম্পাদকের দায়িত্ব ছাড়াও ঢাকা থেকে সম্প্রচারিত বাংলা টিভি ইতালি ব্যুরো প্রধান হিসাবে কাজ করে যাচ্ছেন। অতি সম্প্রতি স্পেন পর্তুগালসহ বেশ কয়েকটি দেশের প্রবাসীদের নিয়ে কয়েকটি বিশেষ রিপোর্ট বেশ আলোচিত হয়। ফলে জুরি বোর্ডের সিদ্ধান্তে শাওন আহমেদকে এই সম্মাননা প্রদান করা হয়। শাওন আহমেদ এই সম্মাননা পাওয়ায় প্রবাসী বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছেন।