জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৬৩ টি ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার আসামীদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার ঘোষগাঁও গ্রামের শহিদুল ইসলাম (২৫), একই গ্রামের আক্তার হোসেন (৩০) ও বাগময়না গ্রামের মিজানুর রহমান (৩১)।
পুলিশ জানায়, জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) অলক দাশের নেতৃত্বে সোমবার রাতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে অভিযান পরিচালনা করে শহিদুল ও আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৬টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
অন্যদিকে, একই রাতে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস ছাত্তারের নেতৃত্বে উপজেলার রানীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২৭টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পৃথক দুই অভিযানে তিন গ্রেপ্তার ও এক পলাতক আসামীর বিরুদ্ধে থানায় মাদক আইনে দু’টি মামলা রুজু করা হয়েছে। গতকাল মঙ্গলবার আসামীদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।