কুলাউড়া সরকারি ডিগ্রী কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গনে অধ্যক্ষ আব্দুল হানান এর সভাপতিত্বে ও কলেজের সহকারী অধ্যাপক মশিউর রহমান এর পরিচালনায় একুশের আলোচনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা, বাংলা কাগজ পএিকার উপদেষ্টা বজলুল মজিদ লিটন।
সভায় শিক্ষকদের মধ্যে আলোচনায় অংশ নেন মিসেস শাহেদা খানম, মাহফুজুর রহমান, বদরুল ইসলাম, সোমা দেব, সিপার আহমেদ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে ছাত্রনেতারাও বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, অমর একুশে আজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা আন্দোলনের ৭১ বছর পূর্ণ হলো। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে আমাদের তরুণ ছাত্র যুবকদের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। তাদের সেই সংগ্রাম এবং আত্মত্যাগ জাতি হিসেবে আমাদের পৃথিবীর ইতিহাসে অবিস্মরণীয় করেছে। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে ভাষা হিসেবে বাংলা আজ মর্যাদার আসনে অধিষ্ঠিত। ২০০০ সাল থেকে সারা বিশ্বে একুশে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
বক্তারা আরোও বলেন, ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরদের শ্রদ্ধা জানানো হচ্ছে।
সকালে কলেজ অধ্যক্ষের নেতৃত্বে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন ছাত্র এবং শিক্ষকরা।