আব্দুল কাদির আবুল : প্রত্যাশা পুরণের প্রতিশ্রুতি নিয়ে দেশ ও প্রবাসের মেলবন্ধনে শুরু হওয়া বাংলাদেশ ও ইংল্যান্ড থেকে প্রকাশিত সংবাদপত্র বাংলা কাগজ পাঠকদের ভালোবাসায় সিক্ত হয়ে আগামী ৪ মার্চ বিশ বছরে পদার্পণ করছে। গৌরবের এই দুই দশকে পদার্পণকে স্মরণীয় করতে আকর্ষনীয় নানা আয়োজনে বাংলা কাগজ করতে যাচ্ছে বিশ বছর পদার্পন অনুষ্ঠান। গত ২২ ফেব্রুয়ারী যুক্তরাজ্যের বার্মিংহামের লজেলসে বাংলা কাগজের কার্যালয়ে সংবাদপত্রটির পরিচালক,উপদেষ্টা,সম্পাদনা পরিষদ ও শুভাকাঙ্খীদের নিয়ে এক যৌথ সভায় একথা জানানো হয়। সভায় জানানো হয় ,বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন আর নিরপেক্ষভাবে কমিউনিটির মূখপত্র হিসেবে গত ১৯ বছর ধরে বাংলা কাগজ সংবাদপত্রের বাইরেও একটি সংগঠন হিসেবেও বাংলাদেশ ইংল্যান্ড ছাড়াও ইউরোপে যে কাজ করে গেছে তার আরো ব্যাপকতায়ই ঘঠা করে বাংলা কাগজের বিশ বছর পুর্তি অনুষ্ঠান করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলা কাগজের নানা সাফল্য অব্যাহত রাখতে এর পরিবারের সকলকে আরো বেশী করে কাজ করতে হবে। সভা থেকে ইংল্যান্ড স্পেন ও বাংলাদেশে বাংলা কাগজের পাঠকপ্রিয়তায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালামের সভাপতিত্বে ও পরিচালনা পরিষদের সেক্রেটারী আলহাজ্ব খসরু খানের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা কাগজের ফাইনেন্স ডাইরেক্টর আলহাজ্ব আব্দুল কাদির আবুল,সহ-সম্পাদক মোহাম্মদ মাফিদুল গণি মাহতাব,নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ,বিশেষ প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল,উপদেষ্টা আনহার আলী, ম আ কাদির, আবু এস এম ওয়াহিদ, মাষ্টার আব্দুল মোহিত, আলতাফ হোসেন,ডঃ জশ আহমেদ,জাহেদ উদ্দিন সাজু, জুনেদ আহমেদ প্রমূখ। সভা শেষে বাংলা কাগজের সহ-সম্পাদক কলামিষ্ট শেবুলে চৌধুরী‘র আশু রোগ মুক্তি কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন আমিরুল ইসলাম বেলাল।