মৌলভীবাজারের কুলাউড়ায় ২ মার্চ পালিত হয়েছে ৫ম জাতীয় ভোটার দিবস।
ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’-এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল দশটায় কুলাউড়া উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগ এক র্যালি পৌর শহর প্রদক্ষিন করে।
র্যালি শেষে উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় নির্বাচন অফিসার মোঃ আহসান ইকবালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুর রহমান খোন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার সুশীল চন্দ্র দে, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্শ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার সোনা মোহন বিশ্বাস জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাহিদুল ইসলাম, ইউআরসি ইন্সট্যাক্টর মোঃ মহিব উল্ল্যাহ, প্রবীণ রাজনীতিবিদ মোতাহের হোসেন চৌধুরী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুছ ছালাম, আনোয়ার হোসেন, রজত কান্তি, ডেইলী স্টার প্রতিনিধি মিন্টু দেশোয়ারা, মানবজমিন প্রতিনিধি মোঃ আলাউদ্দিন কবির, ইনকিলাব প্রতিনিধি নাজমুল ইসলাম, সময়ের আলোর জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, খোলাকাগজ প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, রাজনীতিবিদ ছয়ফুর রহমান ছয়ফুল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।