আহমেদ কাবির : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনের উদ্যোগে এক সূধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহামের বাঙালী কমিউনিটির নানা শীর্ষজনের উপস্থিতিতে গত ১৫ মার্চ বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনের কনফারেন্স হলে এই সূধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুলেল শ্রদ্ধা জানিয়ে শরু হওয়া সুধী সমাবেশে সহকারী হাইকমিশনের কাউন্সিলর স্বর্ণালী চন্দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন যুক্তরাজ্য সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলীমুজ্জান ও প্রথম সচিব নাজমুস সাকিব। এছাড়া বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সংগঠক ডাক্তার এম এ খালিক,বার্মিংহাম আওয়ামিলীগের সভাপতি কবীর উদ্দিন,যুগ্ম সম্পাদক কামাল আহমেদ,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল ইসলামসহ অন্যান্যরা। অনুষ্টানে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা ছাড়াও প্রদর্শন করা হয় বঙ্গবন্ধুর জীবনের উপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্য চিত্রও। সবশেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।
https://fb.watch/jpFeXIZd6F/