ফ্রান্সে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা’র সাথে ‘সাংবাদিক-আড্ডা’

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩ | আপডেট: ১১:৫২:অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩

এনায়েত হোসেন সোহেল : বাংলাদেশে সাংবাদিকতা ও প্রবাসের সাংবাদিকতাসহ গণমাধ্যম সংশ্লিষ্ট নানা বিষয়ে খোলামেলা আলোচনার প্রয়াসে ফ্রান্স সফররত বাংলাদেশী গণমাধ্যমকর্মী ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা’র সঙ্গে সাংবাদিক-আড্ডায় মেতে উঠেছে প্যারিসের বাংলা গণমাধ্যমকর্মীরা। প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের উদ্যোগে ফ্রান্স থেকে বাংলাভাষী বিভিন্ন গণমাধ্যমে কাজ করা বিপুল সংখ্যাক গণমাধ্যমকর্মী ছাড়াও ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কবি, লেখক-সাংবাদিক, সংস্কৃতিজনদের উপস্থিতিতে গত ১২ মার্চ প্যারিসের বাঙালী অধ্যুষিত ক্যাথসিমার কুটুমবাড়ি রেস্তোরাঁয় এ ‘সাংবাদিক-আড্ডা’ অনুষ্ঠিত হয়। প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাসেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সাংবাদিক-আড্ডার মুল কেন্দ্রবিন্দু ছিলেন নাজিরা বেগম শিলা। এসময় তিনি তাঁর সাংবাদিক ও জনপ্রতিনিধি হয়ে উঠার কাহিনী বর্ণনার পাশাপাশি নারী সাংবাদিকতার নানা অভিজ্ঞতা তুলে ধরেন। ‘সাংবাদিক-আড্ডা’য় প্রধান অতিথি হিসেবে যোগ দেন একুশ উদযাপন পরিষদ ফ্রান্সের আহবায়ক ও বাংলাদেশ বিজনেস ফেডারেশন ফ্রান্সের সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভ। আর বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্সের সভাপতি এমদাদুল হক স্বপন,প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সাবেক সভাপতি এনায়েত হোসেন সোহেল,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য আলী হোসেন, ফ্রান্স আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান সুমন,লিগ্যাল এইডে’র পরিচালক আজাদ মিয়া প্রমুখ। সবশেষে প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের পক্ষ থেকে নাজিরা বেগম শিলাকে বিশেষ সম্মাননা ও ফুলের তোড়া প্রদান করা হয়।

 

https://fb.watch/jpG5pieu_8/