জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে বোরো মৌসুমের ফসল উত্তোলনের সুবিধার্থে সরকার কর্তৃক ৭০ ভাগ ভূর্তকির মাধ্যমে কৃষকদের মধ্যে ১০টি কম্বাইন হারভেস্টার ধান কাটার যন্ত্র বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের চাবি কৃষকদের মধ্যে হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা মৎস কর্মকর্তা আক্তারুজ্জামান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ বলেন, চলতি বোরো মৌসুমের ধান কাটা, মাড়াই, ঝাড়া ও বস্তাবন্দি করার যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার সরকার কর্তৃক ৭০ ভাগ ভূর্তকির মাধ্যমে কৃষকদের মধ্যে এ যন্ত্র প্রদান করা হয়েছে।