মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ প্রতিষ্ঠান কে জরিমানা
সুমন আহমেদ বিজয়, লাখাই হবিগঞ্জ:
লাখাই উপজেলার বুল্লা বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ৩ প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা।
গতকাল বুধবার দুপুরে উপজেলার বুল্লা বাজারে লায়েছ এন্টারপ্রাইজ কে ৫ হাজার, শুভ মোদক কে ৫ হাজার ও হারুন ফার্মেসী কে ২ হাজার টাকা মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, ভিএফএ প্রসেনজিৎ রায় চৌধুরী, এলএফএ রুকুনুজ্জামান ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হৃদয় সুত্রধর।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সহায়তা করেন লাখাই থানার এসআই সাদরুল হাসান খানের নের্তৃত্বে একদল পুলিশ।
সূত্রে জানা যায়, লাইসেন্স বিহীন পশু খাদ্য বিক্রি করার অপরাধে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন-২০১০ এর ৪ ধারার লঙ্ঘন করার দায়ে উক্ত আইনের ২০ ধারায় লায়েছ এন্টারপ্রাইজ কে ৫ হাজার টাকা ও শুভ মোদক কে ৫ হাজার এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা লঙ্ঘন করার দায়ে মেসার্স হারুন ফার্মেসী কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
লাখাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা জানান লাইসেন্স বিহীন পশু খাদ্য বিক্রি এবং ঔষধের গায়ে অতিরিক্ত মূল্য লেখার অপরাধে ৩ প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়েছে এবং এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি কঠোর হুশিয়ারি প্রদান করেন।
.