জগন্নাথপুরে গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ইউকের অর্থ বিতরণ

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, মে ১১, ২০২৩ | আপডেট: ১২:০৯:অপরাহ্ণ, মে ১১, ২০২৩

 

 

জগন্নাথপুর প্রতিনিধি::

 



 

 

 

জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের লামা টুকের বাজারে গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউ-কের উদ্যোগে অসহায়, অস্বচ্ছল ওদরিদ্রদের পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় বুধবার বিকেলে এই বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সাধারণ সম্পাদক ও বাংলা কাগজ ইউকের পরিচালনা পর্ষদ এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খছরু খান। স্থানীয় এলাকার প্রবীন ব্যক্তি আজমান আলীর সভাপতিত্বে ও স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস শহিদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলা কাগজ ইউ-কের উপদেস্টা শাহ আক্তার হোসেন টুটুল, জিএসসি সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ নজরুল, ট্রেজারার আলী আহসান হাবীব॥ অন্যদের মধ্যে বক্তব্য দেন সমাজ কর্মী ইকবাল হোসেন, শাহাব উদ্দিন নাজির, ফাহিম আহমদ. আজির উদ্দিন. আব্দুর রহমান, আব্দুর নুর, আব্দুল মানিক, কয়েছ মিয়া, ইমন প্রমুখ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খছরু খান বলেন, আমাদের সংগঠন সিলেট বিভাগের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে আর্ত সামাজিক উন্নয়ন কাজ করে যাচ্ছে। শিক্ষা প্রসারের পাশাপাশি অণ্য,বস্ত্র চিকিৎসা ও গ্রামীণ উন্নয়ন কার্যক্রমেও কাজ করছি। দেশের যে কোনো দুর্যোগকালিন সময় মানবতার সেবায় অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন। ভবিষ্যতেও সংগঠনের ধারাবাহিক কার্যক্রম থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

পরে ১৩০ পরিবারের মধ্যে নগদ এক হাজার টাকা এক লাখ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়।