জগন্নাথপুরে বাংলা কাগজের পরিচালনা পর্ষদ এর সাধারণ সম্পাদক খছরু খানকে সংবর্ধনা প্রদান
জগন্নাথপুর প্রতিনিধি::
বৃটেনের জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা বাংলা কাগজের পরিচালনা পর্যদ সাধারণ সম্পাদক গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ,কে এর জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার খসরু খান এর সন্মানে বাংলা কাগজ পাঠক ফোরাম জগন্নাথপুর উপজেলা শাখার আয়োজনে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জগন্নাথপুর প্রেসক্লাবের সহ সভাপতি তাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলা কাগজের উপদেষ্টা, শাহ আক্তার হোসেন টুটুল, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সিলেট শাখার সাধারণ সম্পাদক সিলেট সিটি করপোরেশন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ নজরুল, ট্রেজারার আলী আহসান হাবীব, বাংলা কাগজ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শাহাজাহান চৌধুরী।
সাংবাদিক অমিত দেবের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, অন্যানের মধ্যে বক্তব্য দেন,জগন্নাথপুর প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব বাংলা কাগজ পাঠক ফোরাম আহ্বায়ক মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পন। আমরা সংবাদমাধ্যমের কাজ থেকে দেশ প্রেম ও দায়িত্বশীল আচরণ আশা করি। পাশাপাশি গঠনমুলক সমালোচনা করবে সংবাদপত্র যা থেকে আমরা শিক্ষা নিয়ে সংশোধন হতে পারি। তিনি বলেন, প্রবাসীরা দেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে বিশেষ ভূমিকা পালন করছেন। বিশেষ করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তাদের সহযোগিতা নিঃসন্দেহে প্রশংসনীয়।
সংবর্ধিত অতিথির বক্তব্যে বাংলা কাগজের পরিচালনা পর্যদ সাধারণ সম্পাদক গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ,কে এর জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার খসরু খান বলেন, জন্মভূমির প্রতি ভালোবাসার টানে আমরা বার বার দেশে ফিরে আসি।দেশের মানুষের জন্য কাজ করতে চেষ্টা করি। তিনি বলেন গত ১০ বছরে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।সরকারি দপ্তর সমুহে হয়রানি কমছে বেড়েছে সেবার মান। আমরা সবাই মিলে প্রিয় মাতৃভূমি কে এগিয়ে নিতে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা কাগজের সাবেক উপজেলা প্রতিনিধি অরূপ সরকার,
আজকের পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জুয়েল আহমেদ, সকালের খবর পত্রিকার প্রতিনিধি আমিনুল হক জিলু,জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক রেজওয়ান কোরেশি, রুমান আহমেদ উপজেলা যুবলীগ নেতা বকুল গোপ,পৌর ছাত্র লীগের সাবেক আহ্বায়ক সায়োক আহমেদ প্রমুখ সভার শেষ পর্যায়ে সংবর্ধিত অতিথি বাংলা কাগজের পরিচালনা পর্যদ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খসরু খান ও বাংলা কাগজের উপদেষ্টা শাহ আক্তার টুটুল এর হাতে সন্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেওয়া হয়।