কুলাউড়ায় বাংলা কাগজ’র ২০ বছর পূর্তি উপলক্ষে মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

তবিনিময় ও সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলা কাগজের সম্পাদক ও প্রকাশক এম.এ রহমান মুমিত

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, মে ১৪, ২০২৩ | আপডেট: ১:৩৬:অপরাহ্ণ, মে ১৬, ২০২৩

 



 

বাংলা কাগজ, কুলাউড়া অফিস:

 



 

যুক্তরাজ্য ও বাংলাদেশ থেকে প্রকাশিত পত্রিকা বাংলা কাগজ এর প্রকাশনার ২০ বছর পূর্তি, যুক্তরাজ্য প্রবাসী বাংলা কাগজ এর সেক্রেটারি খসরু মোহাম্মদ খান ও বাংলা কাগজ বাংলাদেশ সংস্করণ এর উপদেষ্টা শাহ আখতার হোসেন টুটুল এর সাথে মতবিনিময় সভা ১৩ মে শনিবার সন্ধ্যা ৭টায় কুলাউড়া শহরের উত্তরবাজারস্থ “ডাইনিং ডিলাইট পার্টি সেন্টারে” অনুষ্ঠিত হয়েছে।

 

বক্তব্য রাখছেন- প্রধান অতিথি খসরু মোহাম্মদ খান

 

বাংলাকাগজ এর বাংলাদেশ সমন্বয়ক বদরুজ্জামান সজলের সভাপতিত্বে মতবিনিময় ও সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলা কাগজের সম্পাদক ও প্রকাশক এম.এ রহমান মুমিত। বাংলা কাগজের অনলাইন ভার্সন বাংলাদেশের সাব এডিটর মোঃ খালেদ পারভেজ বখশের পরিচালনায় সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বাংলা কাগজ পরিচালনা পর্ষদ এর সাধারণ সম্পাদক গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ,কে এর জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার খসরু মোহাম্মদ খান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলা কাগজের বাংলাদেশ সংস্করণ উপদেষ্টা, শাহ আক্তার হোসেন টুটুল, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সিলেট শাখার সাধারণ সম্পাদক সিলেট সিটি করপোরেশন  সাধারণ সম্পাদক আব্দুস  সামাদ নজরুল,  ট্রেজারার আলী  আহসান হাবীব, অফিস সেক্রেটারি  শাহা  আলম  ও  খান  ফাউন্ডেশনের  সুলতান  খান,  কুলাউড়া  প্রেসক্লাব  সভাপতি  এম  শাকিল  রশীদ  চৌধুরী,  লংলা আধুনিক ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতাউর রহমান।

 

বক্তব্য রাখছেন- বাংলাকাগজ এর বাংলাদেশ সমন্বয়ক বদরুজ্জামান সজল

 

অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী তৈয়বুন নেছা খানম একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ,বিশিষ্ট আইনজীবী এডভোকেট এটিএম মান্নান, বরমচাল স্কুল এন্ড কলেজের অধ্যাপক সিএম জয়নাল আবেদিন, কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক এম আতিকুর রহমান আখই, ডাঃ হেমন্ত পাল, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোঃ মোক্তাদির হোসেন প্রমুখ।

 

 

সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে বাংলা কাগজের পরিচালনা পর্যদ সাধারণ সম্পাদক গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ,কে এর জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার খসরু মোহাম্মদ খান বলেন, আমরা প্রবাসীরা দেশ ও জাতীর কল্যানে কাজ করি। জন্মভূমির প্রতি ভালোবাসার টানে আমরা বার বার দেশে ফিরে আসি।
তিনি বলেন সরকারের পাশাপাশি প্রবাসীরা দেশের উন্নয়নে কাজ করছে। আমরা যার যার অবস্থান থেকে প্রিয় মাতৃভূমি কে এগিয়ে নিতে কাজ করে যাবো।

 

 

 

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ আশিকুর রহমান ফটিক, গজভাগ আহমদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আকদ্দছ আলী, কুলাউড়া শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক অমলেন্দু চক্রবতী বিপুল, জাসদ উপজেলা সভাপতি রফিকুল ইসলাম টিপু, বাংলা কাগজের বিজ্ঞাপন ম্যানেজার সাংবাদিক এইচ ডি রুবেল,মানব জমিনের উপজেলা প্রতিনিধি আলাউদ্দিন কবির, সমকালের কুলাউড়া প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, দেশের কন্ঠের কুলাউড়া প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, সমাজসেবক ও ধারা ভাষ্যকার ময়নুল ইসলাম পংকি, অনুলিপি অনলাইনের আশিকুল ইসলাম বাবু, আনন্দ বাজার পএিকা ও বাংলা কাগজের কুলাউড়া উপজেলা প্রতিনিধি সালাউদ্দিন, দৈনিক এই বেলা ও বাংলা কাগজ প্রতিনিধি হাসান আল মাহমুদ রাজু, জুড়ি নেটের আব্দুল হাকিম ইমন, বাংলা কাগজের ইউনিয়ন প্রতিনিধিদের মধ্যে ভাটেরা- শেখ সাইফুল সিদ্দিকী, বরমচাল- আব্দুর রহমান কাশেম সিফু, কর্মধা- জুবায়ের আহমদ, রাউৎগাও- সুজন মিয়া প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বাংলা কাগজ এর ২০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটেন।

 

 

 

 

সভার শেষ পর্যায়ে সংবর্ধিত অতিথি বাংলা কাগজের পরিচালনা পর্ষদ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খসরু মোহাম্মদ খান ও বাংলা কাগজের উপদেষ্টা শাহ আক্তার হোসেন টুটুল এর হাতে সন্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

 

 

আরও পড়ুন: বাংলা কাগজ প্রকাশনার ১৯ বছর পূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

 

 

..