সাব্বির আকাশ, মাধবপুর হবিগঞ্জ:
হবিগঞ্জের মাধবপুরে জালনোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮) মে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক সিলেটের উদ্যোগে ও সোনালী
ব্যাংক লিঃমাধবপুর শাখার সহযোগিতায় এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক হবিগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার দুলন কান্তি চক্রবর্ত্তী।
সোনালী ব্যাংক মাধবপুর শাখার ব্যবস্থাপক গাজীউর রহমানের সঞ্চালনায় ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান ।
বাংলাদেশ ব্যাংক সিলেট যুগ্ন পরিচালক মোঃ জামাল উদ্দিন চৌধুরী রিসোর্স পার্সন ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট যুগ্ন ব্যাবস্হাপক ক্যাশ আবু তাহির মোঃ হাবিবুল্লাহ মাধবপুরসার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দ্র চক্রবর্ত্তী।বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়।প্রেসক্লাব সেক্রেটারিসাব্বির হাসান,প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর। এছাড়া স্থানীয় সকল ব্যাংকের ব্যাবস্থাপক ও অন্যান্য ব্যাংক কমকর্তা-কর্মচারী, শিক্ষক,বীর মুক্তিযোদ্ধা, ব্যাবসায়ী, সাংবাদিক সহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জাল টাকা চেনার পদ্ধতি, জাল টাকার কুফল ও প্রভাব সম্পর্কে জন সাধারণকে অবহতিকরণ সহ সচেতনতা মুলক আলোচনা করেন।
Post Views: ১৫৫