নিজস্ব প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে জাইকা’র ( জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ) অর্থায়নে বিভিন্ন পেশাজীবী মানুষদের নিয়ে কর্মশালায় প্রকৃত পেশাজীবিরা উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মাধবপুর উপজেলা জাইকা’র সমন্বয়ক আব্দুল আল মামুন জানান,২০২২/২৩ অর্থ বছরে বিভিন্ন পেশাজীবিদের নিয়ে এ পর্যন্ত১২ টি কর্মশালা হয়েছে। পেশাজীবীদের মাঝে কর্মশালায় অংশগ্রহণ করে কৃষক,রাজমিস্ত্রি,স্বাস্থ্য কর্মী ,
পাল সম্প্রদায়, প্রাণী সম্পদস্টেক হোল্ডার,সিএনজি/অটো ড্রাইভার ,ঠিকাদার,ছাত্রছাত্রী,শিক্ষক।তন্মধ্যে কৃষক ও ছাত্রছাত্রীদের নিয়ে দুটি করে কর্মশালারআয়োজন করা হয়। বরাদ্দকৃত অর্থের পরিমান ২০ লাখ টাকা।
মেসার্স জান্নাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীরা মোঃ জামাল উদ্দিন জানান,ভুয়া ঠিকাদার ,লাইসেন্স নবায়ন নেই এবং অনেকেরপ্রক্সি হিসেবে কর্মশালায় অংশগ্রহণ করেছে।অথচ অনেক নিয়মিত প্রতিষ্ঠিত ঠিকাদারদের কর্মশালায় অংশগ্রহণের সুযোগ দেয়াহয় নাই।
মেসার্স আশিকুর রহমান এর প্রোপাইটর আশিকুর রহমান জানান,অনেকদিন ধরে বিভিন্ন পেশাজীবিদের নিয়ে কর্মশালা চলছেকিন্তু আমি একজন নিয়মিত ঠিকাদার ও কৃষক হয়েও কর্মশালায় সুযোগ পাই নাই।
জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা) বাংলাদেশের উন্নয়ন সহযোগী। এ ধরনের অনিয়ম ঘটতে
থাকলে ভবিষ্যতেজাইকা’র অর্থায়ন বন্ধ হতে পারে বলে মনে করেন সুশীল সমাজ।
Post Views: ১৭০