হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, মে ২৬, ২০২৩ | আপডেট: ৭:৪০:অপরাহ্ণ, মে ২৬, ২০২৩

মনসুর আহমেদ, হবিগঞ্জ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মদিন উপলক্ষ্যে গতকাল সকাল১১টায় বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জে নজরুল জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আজহারুল ইসলাম নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও সাহিত্য চর্চার বিভিন্ন দিক তুলে ধরেন। শিক্ষক পরিষদের সম্পাদক ড. সুভাষ চন্দ্র দেব তার বক্তব্যে বলেন, “শত বছর পূর্বে যে অসাম্প্রদায়িকতা, মানবিকতা, সাম্যবাদের চর্চা নজরুল করেছিলেন আমরা এখনো এর চেয়ে সহস্র বছর দূরে। দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন জাতি গঠনে নজরুল চর্চার বিকল্প নেই।”

 

 

 

 

অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান বলেন, নজরুল সঙ্গীতের মাধ্যমে স্রষ্টাকে খুঁজেছেন। কাজী নজরুলের গান, কবিতা আমাদের শির সোজা করে সকল অন্যায়, দুর্ণীতির বিরুদ্ধে লড়াই করতে সাহস যোগায়। গণিত বিভাগের প্রভাষক  মৌসুমী দাসের উপস্থাপনায় বক্তারা নজরুল সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে চমৎকার কবিতা আবৃত্তি করেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আলপনা কর্মকার। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে উর্মি রায় বর্ণার পরিচালনায় মনোজ্ঞ নজরুলগীতি পরিবেশন করা হয়।