বাহুবলে রবীন্দ্র-নজরুলের আধুনিক বিজ্ঞানমনস্ক সাহিত্যচর্চা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, মে ২৮, ২০২৩ | আপডেট: ১২:৩০:অপরাহ্ণ, মে ২৮, ২০২৩

মনসুর আহমেদ, হবিগঞ্জ

 

“ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে ও রাষ্ট্রীয় জীবনে রবীন্দ্র-নজরুল চর্চা বেশী বেশী জড়িয়ে দেয়া উচিত। কারণ এই দুই ক্ষণজন্মা পুরুষের মতো এতো আধুনিক, বিজ্ঞানমনস্ক, দেশপ্রেমিক কবি বাংলা সাহিত্যে বিরল।” আজ বাহুবল আবৃত্তি পরিষদ আয়োজিত ‘রবীন্দ্র-নজরুল স্মরণ সভায় বক্তাগণ উপরোক্ত কথাগুলো বলেন।
রবিবার (২৮ মে) সকাল ১১টায় বাহুবল আবৃত্তি পরিষদের তত্ত্বাবধায়ক পংকজ কান্তি গোপের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।

উপজেলা সভাকক্ষে আয়োজিত এ স্মরণ সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: রুহুল আমিন।

বাহুবল আবৃত্তি পরিষদের অন্যতম সদস্য আলমগীর কবীরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলিফ সোবহান চৌধুরী সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: মাহবুবুর রহমান, বাহুবল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আবদুর রব শাহিন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি নিরঞ্জন সাহা নিরু।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাহুবল ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো: সামছুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব মো: মামুনুর রশিদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সানশাইন মডেল হাইস্কুলের সভাপতি এম.শামসুদ্দিন, পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ ভট্টাচার্য, সাংবাদিক আব্দুল আউয়াল তহবিলদার সবুজ।

আলোচনা শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ আলেখ্যানুষ্ঠান। বাহুবল আবৃত্তি পরিষদের আহবায়ক মো: হাবিবুর রহমান সুমনের উপস্থাপনায় অনুষ্ঠানে আবৃত্তি, গান, পুথিপাঠ, জারিগান ও নৃত্য পরিবেশিত হয়।

অনুষ্ঠানে লুৎফুর রহমান তহবিলদারের বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতাটির আবৃত্তি পরিবেশনা সকলকে মুগ্ধ করে। ব্যতিক্রমী পরিবেশনা ছিল প্রভাষক হাবিব খোকনের ‘পুথিপাঠ’। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন-অহনা পাল তিথি, স্মৃতি সরকার, সায়মা আক্তার শোভা, দ্বীপ পাল, রুদ্র আচার্য্য ও পূর্ণা ভদ্রা শর্মী।

কবিতা আবৃত্তি করেন লুৎফুর রহমান তহবিলদার, হাবিবুর রহমান সুমন, হাবিব খোকন ও রাহী গোপ।

সানশাইন মডেল হাইস্কুলের একদল ক্ষুদে শিক্ষার্থী পরিবেশন করেন দলীয় নৃত্য, জারিগান।

আলেখ্যানুষ্ঠানের সফল সমাপ্তি হয় অন্যান্যা বড়ুয়ার নৃত্যের মাধ্যমে।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সংস্কৃতিকর্মী, সাংবাদিকবৃন্দ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।