সুমন আহমেদ বিজয়ঃ
লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নে মাদক,জুয়া ও দাঙ্গা প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার স্হানীয় মোড়াকরি বাজারে ২নং মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সলের সভাপতিত্বে ও বিট অফিসার এসআই মিজানুল হকের পরিচালনায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিট পুলিশিং সভায় বক্তব্য রাখেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুনু মিয়া, লাখাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম,লাখাই থানার ওসি (তদন্ত) চম্পক ধাম,সহকারী বিট অফিসার এসআই শৈলেশ চন্দ্র দাশ, আওয়ামীলীগ নেতা গোলাপ মাষ্টার, মাহফুজুর রহমান, হারুন অর রশিদ, মুক্তার হোসেন মুক্তি, মোড়াকরি বাজার কমিটির পক্ষে ফরহাদ চৌধুরী প্রমূখ।
এসময় ইউপি সদস্য,মহিলা সদস্য গন্যমান্য ব্যাক্তি বর্গ, সুশীল সমাজের লোকজন,মসজিদের ইমাম,স্কুল, কলেজ,মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুনু মিয়া বলেন মাদক ও জুয়া প্রতিরোধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি এবং মাদক,জুয়া ও দাঙ্গা প্রতিরোধে সবার সার্বিক সহযোগিতা কামনা করি।