মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
ইতালিতে বৈশাখী মেলার আনুষ্ঠানিক শুরু হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে।
শতাধিক শিশুদের অংশগ্রহণের মধ্যে বৈশাখ চারদিন ব্যাপী এই মেলার প্রথম দিন ছিল গতকাল।
জাতীয় সঙ্গীত ও বৈশাখী গানের মধ্যে দিয়ে প্রাণের এই উৎসবে মেতে উঠেন প্রবাসী বাংলাদেশিরা।
প্রথম দিনেই বিভিন্ন স্থান থেকে প্রবাসী বাংলাদেশিদের ঢল নামে। বৈশাখের লাল সাদা রঙের শাড়ি, চুড়ি, খোঁপায় ফুল ছিল নারীদের সাজ সজ্জা। রকমারি দেশীয় পোষাকের পসরা ছিল বাড়তি আকর্ষণ।
ইল ধূমকেতু সোস্যাল অর্গানাইজেশন এর কর্ণধার ও বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু দেশীয় সংস্কৃতির এই উৎসবে সকল প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানান।
শারমিন সুবর্ণা ও মকবুল হোসেনের পরিচালনায় সাংস্কৃতিক আয়োজনে রোমের জনপ্রিয় কণ্ঠশিল্পী সেলিম, বাবু বাঙাল গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখে।
এই সময় মেলা উদযাপন কমিটির সদস্য, বিভিন্ন সামাজিক, আঞ্চলিক ও নারী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সি সিএল এর সৌজণ্যে সকল শিশুদের জন্যে ছিল আকর্ষণীয় পুরস্কার।